টেকনাফে রোহিঙ্গা অনুপ্রবেশ রোধ ও দ্রুত প্রত্যাবাসনে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
আমান উল্লাহ কবির,নিজস্ব প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: সোমবার ১২ই আগস্ট ২০২৪ ০৯:১৯ অপরাহ্ন
টেকনাফে রোহিঙ্গা অনুপ্রবেশ রোধ ও দ্রুত প্রত্যাবাসনে মানববন্ধন

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের অনুপ্রবেশ রোধ এবং দ্রুত প্রত্যাবাসনের দাবিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।

 

সোমবার (১২ আগস্ট)  বাদ আসর টেকনাফ পৌর শহরের বাস স্টেশন জামে মসজিদের সামনে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 


এ সময় বক্তব্য রাখেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টেকনাফ এর চট্টগ্রাম সরকারি কলেজের ছাত্র মোরশেদ আলম, কক্সবাজার সরকারি কলেজের ছাত্র মোঃ বাহা উদ্দিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাসান মাহমুদ সাকিব, মাহমুদুর রহমান তামিম, মোঃ জুবাইর আজিজ, মোঃ আবদুর রহমান ও মোঃ ইয়াসিন আরাফাত সহ উপজেলার বিভিন্ন স্কুল কলেজে ও মাদ্রাসা শিক্ষার্থীরা উক্ত মানববন্ধনে অংশ নেন। 


বক্তারা বলেন, রোহিঙ্গাদের কারণে অস্থিত্বের সংকটে পড়েছি, মাদক, অপহরণ, গুম, খুন থেকে শুরু করে সব ধরণের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে রোহিঙ্গারা জড়িত হয়ে পড়েছে। এবং স্থানীয় দালালের মাধ্যমে আবারও নতুন করে রোহিঙ্গা আসতে শুরু করেছে। আমরা প্রশাসনের ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি। তাদের দ্রুত চিহ্নিত করে দালালদের আইনের আওতায় আনা হোক। ইতিমধ্যে রোহিঙ্গা বিভিন্ন জায়গায় বসবাস করে শ্রমবাজার দখলে নিয়েছে। এবং দিন দিন টেকনাফের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। টেকনাফে সকল ধরনের অপরাধে বর্তমানে রোহিঙ্গারা জড়িত রয়েছে।


বক্তারা আরও বলেন- যে কোনো উপায়ে নতুন করে রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ প্রতিরোধ ও অবস্থানকারী রোহিঙ্গাদের প্রত্যাবাসনের মাধ্যমে ফেরত পাঠানোর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ বর্তমান সরকারের প্রতি আহবান জানান।