সরাইলে সতর্কাবস্থায় পুলিশ, টহল জোরদার

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: মঙ্গলবার ১৬ই জুলাই ২০২৪ ০৮:৩৭ অপরাহ্ন
সরাইলে সতর্কাবস্থায় পুলিশ, টহল জোরদার

চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার বিশ্ব রোড় ও উপজেলা  বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে পুলিশের  টহল জোরদার করা হয়েছে। 


১৬ জুলাই  মঙ্গলবার বিকেল থেকে পুলিশ টহলের বিষয়টি  জানিয়েছেন সরাইল থানা অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম।  আইনশৃংখলার বিঘ্ন যাতে না ঘটে। মানুষের জানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের টহল বাড়ানো  হয়েছে বলে জানান তিনি।


বর্তমান পরিস্থিতি মোকাবেলায় পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।


এসময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ জয়নাল আবেদিন, সহকারী পুলিশ সুপার (সরাইল- সার্কেল)মো.রকিবুল হাসানসহ  পুলিশের কর্মকর্তাগণ। জানাযায়, চলমান কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং মহাসড়কে বিক্ষোভ চলছে।