‘আমাকে পোস্টমর্টেম করবেন না’ আমি নিজেই মারা গেছি!

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার ২৬শে জুন ২০২৪ ০৬:৩১ অপরাহ্ন
‘আমাকে পোস্টমর্টেম করবেন না’ আমি নিজেই মারা গেছি!

‘আমার মৃত্যুর জন্য আমিই দায়ী। দয়া করে আমাকে পোস্টমর্টেম করবেন না। কারণ, আমি নিজেই মারা গেছি’, আত্মহত্যার আগে লেখা চিরকুটে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বারবার পোস্টমর্টেম না করার অনুরোধ করেছেন গাজীপুরের মাওনার মো. শিপু।


রোববার (২৩ জুন) মাওনা ইউনিয়নের সিংগারদীঘি গ্রামে ঘরের আড়ার সঙ্গে তরুণ মো. শিপুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। শিপু ওই গ্রামের সিরাজুল হকের ছেলে। সপ্তাহখানেক আগে তার বিয়ে ভেঙে যাওয়ায় অনেকটা বিমর্ষ হয়ে পড়েছিলেন বলে পরিবার জানিয়েছে। 


পুলিশ ও স্বজনদের ধারণা, বিয়ে ভেঙে যাওয়ার অভিমান বা হীনম্মন্যতার কারণে ওই তরুণ আত্মহত্যা করে থাকতে পারে। 


পুলিশ ও স্বজনেরা জানান, সকাল থেকে শিপুর ঘরের দরজা বন্ধ ছিল। সবাই ভেবেছিলেন দরজা বন্ধ করে হয়তো ঘুমাচ্ছেন। কিন্তু দুপুরে খাওয়ার জন্য দরজা না খোলায় সবার সন্দেহ হয়। তাকে বাইরে থেকে ডাকাডাকি করেন পরিবারের লোকজন। কিন্তু ভেতর থেকে শিপু সাড়া দিচ্ছিলেন না। বেলা দুইটা পর্যন্ত ডাকাডাকি করা হয়। এরপর পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এলে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন স্বজনেরা। তারা ঘরের আড়ায় ঝুলন্ত অবস্থায় শিপুর নিথর দেহ দেখতে পান।


মরদেহ উদ্ধারের সময় ঘরে পাওয়া আট পৃষ্ঠার চিরকুটে শিপু লেখেন, ‘আমার মৃত্যুর জন্য আমিই দায়ী। দয়া করে আমাকে পোস্টমর্টেম করবেন না। কারণ, আমি নিজেই মারা গেছি।’


চিরকুটের অন্য অংশে তিনি তার ভাইয়ের সন্তানদের সম্পর্কে লেখেন, ‘আমার ভাসতি তানিশা ও আনাস আমার অনেক আদরের ছিল। তাদের মাদ্রাসায় পড়াবা।’


ভাবির উদ্দেশ্যে লেখেন, ‘ভাবি, বাবা-মার প্রতি আপনি খেয়াল রাখবেন।’


বাবা-মায়ের উদ্দেশ্যে চিরকুটে শিপু লিখেছেন, ‘বাবা-মা তোমরা আমাকে মাফ করে দিবা। আমার জন্য কানবা না। আমার ঘরে নামাজ পড়ে আমার জন্য দোয়া করবা। আমার ঘরে তোমরা থাকবা। আমার মানিব্যাগে কিছু টাকা আছে। দোকানে কিছু টাকা পাব। সব টাকা মিলিয়ে এতিমদের নিয়ে মিলাদ দিও। আমার কবর দিয়ো যেখানে ভালো হয়।’


চিরকুটে আরও লেখা, ‘বাবা, তুমি শরীরের প্রতি খেয়াল রাখবা। পরিবারের সবাই মিলমিশ করে থাকবা। কারও সঙ্গে ঝগড়া করবা না।’ নিজের মোবাইল তার ভাইকে ব্যবহার করার অনুরোধ জানিয়ে শিপু লেখেন, ‘আমার মোবাইল তুমি নিপু ভাই চালাইবা। ঈদ এলে তুমি সবাইকে নতুন কাপড় কিনে দিবা।’


নিজের মৃত্যু-পরবর্তী গোসল সম্পর্কে তিনি চিরকুটে লেখেন, ‘আমাকে ভালোভাবে গোসল করিয়ে জানাজা দেবেন। এটা আমার অনুরোধ।’


মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মশিউর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মরদেহ বিনা ময়নাতদন্তে স্বজনদের দেয়া হয়েছে।’