উল্লাপাড়ায় ডাকাতির ঘটনায় থানায় জিডি করে ফেরার পথে দুইজনের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
মোঃ শামছুল হক - সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার ১০ই জুন ২০২৪ ১১:৪৯ পূর্বাহ্ন
উল্লাপাড়ায় ডাকাতির ঘটনায় থানায় জিডি করে ফেরার পথে দুইজনের মর্মান্তিক মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের শিমলা গ্রামে  একইরাতে দুুই বাড়িতে ভয়াবহ ডাকাতি সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটে ৮ই জুন ২০২৪ রাত আনুমানিক ১১ টায়। সংঘবদ্ধ ডাকাত দল নগদ ৭/৮ লাখ টাকা সহ স্বর্ণালঙ্কার নিয়ে যায়। 


বাড়িতে ঢোকার সময় বাড়ির লোকজনকে চেতনা নাশক ওষুধ ছিটিয়ে অচেতন করে বাড়ির গেইট ভেঙে ভিতরে ঢোকে। নির্বিঘ্নে নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়ার অনেক পরে বাড়ির লোকজন চেতনা ফিরে পান। 


এদিকে এই বিষয়ে উল্লাপাড়া থানায় জিডি করে বাড়ি ফেরার পথে মটরসাইকেলের মর্মান্তিক দূর্ঘনায় ২ জন নিহত হন।  


নিহতরা হলেন শিমলা গ্রামের ভুক্তভোগী পরিবারের  হাবিবুর রহমান মাস্টারের ছেলে  মাওলানা শাহআলম (৪০)। তিনি উল্লাপাড়া উপজেলার গাঁড়াবাড়ি দাখিল মাদ্রাসার সহকারী মাওলানা ছিলেন। অপরজন মতিয়ার রহমান মাস্টার(৬৫), তিনি অবসর প্রাপ্ত প্রাইমারি শিক্ষক। 


প্রত্যক্ষ দর্শীর সূত্রে জানা যায়, নিহত ব্যক্তিদ্বয়  বাড়ি ফেরার পথে মোটর সাইকেল চালানো অবস্থায় গয়হাট্টা বাজারের পশ্চিমে সরকার পয়েন্টে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে মাটিতে লুটে পড়ে। এলাকার লোকজন তাদেরকে মারাত্মক আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মতিয়ার রহমান মাস্টারের (৬৫)মৃত্যু হয়। 


অপরদিকে গুরুতর আহত অবস্থায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে নেয়া হলে সেখানে  মাওলানা শাহআলমের মৃত্যু ঘটে।


বাড়িতে ডাকাতির ঘটনায় হতবিহব্বল পরিবারের দুই দুইজন সদস্যকে হারিয়ে তারা শোকে কাতর। 

এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং এলাকা বাসির মাঝে ডাকাত আতঙ্ক বিরাজ করছে।