৫ দিন ধরে নিখোঁজ নাটোরের বড়াইগ্রামে এক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী। পরিবারের অভিযোগ, ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে অপহরণ করে নিয়ে গেছে উপজেলার লক্ষীকোল (রাজ্জাকমোড়) আব্দুর রাজ্জাকের ছেলে রাসেল হোসেন (১৯)। এ ব্যাপারে বড়াইগ্রাম মামলা করেছেন নিখোঁজ স্কুলছাত্রীর মা।
বড়াইগ্রাম থানা পুলিশ বলছে, স্কুল শিক্ষার্থীকে উদ্ধারের সর্বাত্তক চেষ্টা চলছে। কিন্তু ঘটনার পাঁচ দিনেও উদ্ধার না হওয়ায় উদ্বিগ্ন ওই কিশোরীর পরিবারের সদস্যরা।
ওই কিশোরীর মা বলেন, অনেকদিন যাবত স্কুলে যাওয়া আসার পথে রাসেল হোসেন আমার মেয়েকে প্রেম নিবেদন করত। বিষয়টি রাসেলের পরিবারকে একাধিক বার জানানো হয়েছে। ১৩ই মে সকালে সে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু বিকালে বাড়ি ফিরে না আসায় আমরা তার খোঁজ করতে থাকি। তার স্কুলে গিয়ে জানতে পারি যে সে স্কুলে আসে নাই।
তিনি আরো বলেন, সন্ধার দিকে আমার মেয়ে একটি নাম্বার থেকে ফোন করে। আমাদের বলে রাসেল আমাকে তুলে নিয়ে আসছে। এই কথা বলার সময়ই রাসেল ফোন কেরে নিয়ে বন্ধ করে দিয়েছে।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) সরল মরমু বলেন, নিখোঁজ কিশোরীকে উদ্ধারের জোর চেষ্টা চালিয়েছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করা সম্ভব হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।