পটুয়াখালীর মির্জাগঞ্জে সৌদি প্রবাসীর স্ত্রী শারমিন আক্তার (২৫) এর লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় উপজেলার মাধবখালী ইউনিয়নের দক্ষিণ রামপুর গ্রানের কাশেম মাষ্টার বাড়ীতে।
নিহতের স্বামী রাসেল হাওলাদার ৩ বৎসর যাবত সৌদী আরবে থাকেন এবং তার সাত বছরের একটি কন্যা সন্তান রয়েছে। তাঁর শাশুড়ী অসুস্থ হওয়ায় সপ্তাহখানেক আগে সুবিদখালী ভাইয়ের বাসায় যায়।
জানা যায়, ঘটনার দিন শুক্রবার সন্ধ্যার পরে নিহত শারমিন আক্তারের মেয়ে সন্ধ্যার ঘরে প্রবেশের জন্য মাকে ডাকাডাকি করেন এবং কোন শব্দ না পেয়ে পাশের প্রতিবেশী হাসিনা বেগম এসে লাঠি দিয়ে ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে শারমিন আক্তারকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দেয়। পরে আশপাশের লোকজন এসে কাঠালতলী ফাঁড়ির পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেন। নিহত শারমিনের পিতার বাড়ী বরিশাল বলে জানা যায়।
এব্যাপারে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জেনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।