শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন
রাজধানীর সরকারি তিতুমীর কলেজে শেরপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ -এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১০ নভেম্বর) বেলা ১টায় কলেজ ক্যাম্পাসের শহীদ বরকত মিলনায়তনে সংগঠনের সভাপতি মুস্তাইন বিল্লাহ তোয়াহা এবং সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা নতুন কমিটি ঘোষণা করেন।
১১৯ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাকিবুল হাসান রাকিব, সহ-সভাপতি মুন্না সরকার, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, এবং সাংগঠনিক সম্পাদক সাব্বির হাসান সুজন। এছাড়াও, দপ্তর সম্পাদক মুজাহিদুল ইসলাম জাহিদ, প্রচার সম্পাদক ফাহিম তালুকদার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আশরাফুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক খন্দকার মাহফুজুল ইসলাম হিমেল, এবং আইন বিষয়ক সম্পাদক মোঃ আরিফুলসহ আরও অনেক গুরুত্বপূর্ণ সদস্য রয়েছেন।
উল্লেখযোগ্যভাবে, সংগঠনের উপদেষ্টাদের মধ্যে ছিলেন রোকশানা পারভীন, মোঃ রিপন মাহমুদ, মোঃ মনিরুজ্জামান মাসুদ, মোঃ ইসহাক আলী, মোঃ মাহফুজুল হক প্রমুখ।
সংগঠনের সভাপতি মুস্তাইন বিল্লাহ তোয়াহা জানান, তারা শেরপুর জেলার শিক্ষার্থীদের জন্য একটি সুশৃঙ্খল ও কল্যাণমূলক সংগঠন গড়ে তুলতে চান, যেখানে শিক্ষার্থীরা যেকোনো সমস্যায় সহযোগিতা পাবে। তিনি আরো জানান, সংগঠনটি স্কিল ডেভেলপমেন্ট এবং সহ-শিক্ষামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছে।
সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা বলেন, শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদকে একটি শক্তিশালী সংগঠনে পরিণত করতে সকলের সহযোগিতা কামনা করেন।
২০১৮ সালে "গারো পাহাড়ের পাদদেশ, মিলেমিশে থাকবো বেশ" স্লোগান নিয়ে প্রতিষ্ঠিত হয় এই সংগঠনটি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।