বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের জেটিকাটা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রুবেল মোল্লা নামে একজনকে মারধরের অভিযোগ উঠেছে একই এলাকার উশৃঙ্খল বেশ কয়েকজন যুবকের ওপর। ঘটনার শিকার রুবেল হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী রুবেল জানান, রবিবার রাত এগারোটার দিকে জেটিকাটা এলাকার বেপারী বাড়ির রাস্তার উপর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকার সাইফুল বেপারী, মনির বেপারী সহ ১২ থেকে ১৩ জনের একটি উশৃঙ্খল দলের সদস্যরা তাকে বেধড়ক মারধর করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানসহ মাথায় জখম হয়েছে।
ভুক্তভোগীর পিতা ফারুক হোসেন মোল্লা জানান, ওই ছেলে গুলো এলাকায় খুব উশৃঙ্খল করে থাকে। তুচ্ছ একটি ঘটনায় তার ছেলেকে রক্তাক্ত করেছে। উক্ত ঘটনা উল্লেখ করে হিজলা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন তিনি।
এ ঘটনায় জড়িতদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।