গোপালগঞ্জে চার যানবাহনের সংঘর্ষ, নিহত ১ আহত ২০

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৬ই ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩০ পূর্বাহ্ন
গোপালগঞ্জে চার যানবাহনের সংঘর্ষ, নিহত ১ আহত ২০

গোপালগঞ্জের সদর উপজেলায় ঘন কুয়াশার কারণে চারটি যানবাহনের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের ঘোষগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  


পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ঘোষগাতি এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারালে পেছন থেকে আসা গোপালগঞ্জগামী একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এরপরই গোপালগঞ্জ থেকে ঢাকাগামী আরেকটি ট্রাক এসে তিনটি যানবাহনের সঙ্গে জড়িয়ে পড়ে।  


এতে ঘটনাস্থলেই একজন নিহত হন, যার পরিচয় এখনো জানা যায়নি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনার পরপরই তারা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।  


ঘটনার কারণে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়েছে। দুর্ঘটনাকবলিত যানগুলো সরিয়ে নিতে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ কাজ করছে।  


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে সামনের পথ ভালোভাবে দেখা যাচ্ছিল না, যার ফলে দুর্ঘটনাটি ঘটে। মহাসড়কের এই অংশে রাতে কুয়াশা বেশি থাকায় গাড়ি চালকদের সাবধানে চলাচলের আহ্বান জানিয়েছে পুলিশ।  


গোপালগঞ্জ হাইওয়ে পুলিশের একজন কর্মকর্তা জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতদের বেশিরভাগই যাত্রীবাহী বাসের আরোহী ছিলেন।  


তিনি আরও জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে দ্রুত সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।  


স্থানীয়রা বলছেন, মহাসড়কের এই অংশে নিয়মিত দুর্ঘটনা ঘটে, তাই রাস্তার নিরাপত্তা বাড়ানো ও কুয়াশার সময় ধীরগতিতে গাড়ি চালানোর ব্যবস্থা নেওয়া জরুরি।