রাজবাড়ীতে ইয়াবা বিক্রি করতে এসে ডিবির খাঁচায় কক্সবাজারের নুরুল

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা-রাজবাড়ী জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার ৩রা ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৪২ অপরাহ্ন
রাজবাড়ীতে ইয়াবা বিক্রি করতে এসে ডিবির খাঁচায় কক্সবাজারের নুরুল

রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুর থেকে ৪০০পিস ইয়াবা সহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।


গ্রেফতারকৃত মাদক বিক্রেতা হলো, কক্সবাজার জেলার উখিয়া থানার মালভীটা মৃত জালাল আহম্মেদ এর ছেলে মোঃ নুরুল আলম (৪০)।


ডিবি পুলিশ সূত্রে জানা গেছে,  সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর খানখানাপুর রেলগেইট এলাকায় মাহিন্দ্রে থাকা যাত্রীবেশে তাকে ৪০০ পিস ইয়াবা সহ তাকে গ্রেফতার করা হয়। 


জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত মাদক বিক্রেতাকে ৪০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা করা হয়েছে।