মাদারীপুরে বিয়ের প্রতিশ্রুতিতে প্রতারণার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
মোঃ আতিকুর রহমান আজাদ,উপজেলা প্রতিনিধি কালকিনি (মাদারীপুর)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৬ই ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩৭ পূর্বাহ্ন
মাদারীপুরে বিয়ের প্রতিশ্রুতিতে প্রতারণার অভিযোগ

মাদারীপুরের ডাসারে এক তরুণীর সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলার পর প্রতারণার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী তরুণী থানায় মামলা দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, ডাসার গ্রামের সৈয়দ পার্থিব নামের এক যুবক বাকপ্রতিবন্ধী পিতার কন্যা মিম আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং বিয়ের প্রতিশ্রুতি দেন। একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্কও করেন বলে অভিযোগ রয়েছে।  


প্রেমের সম্পর্ক চলাকালীন এক বছর আগে সৈয়দ পার্থিবকে তার পরিবার দুবাই পাঠিয়ে দেয়। বিদেশে থাকা অবস্থাতেও তিনি তরুণীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। তবে তার পরিবার এ সম্পর্ক মেনে নিতে রাজি ছিল না। পরিস্থিতি জটিল হয় যখন মেয়েটির পরিবার তাকে অন্যত্র বিয়ে দিতে চাইলে সৈয়দ পার্থিব তাতে বাধা দেন।  


অভিযোগে আরও বলা হয়েছে, গত ২৬ জানুয়ারি মেয়েটির বিয়ের আয়োজন শুরু হলে পার্থিব তার বন্ধু নাদিমের মাধ্যমে তাকে প্রথমে গৌরনদীতে তিন দিন এবং পরে কিশোরগঞ্জে সাত দিন আত্মীয়ের বাড়িতে রাখেন। পরে ৪ ফেব্রুয়ারি পার্থিবের মামা টুটুল শেখ তাকে বিয়ের আশ্বাস দিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দেন। কিন্তু প্রতিশ্রুতি পূরণ না করায় শেষ পর্যন্ত তরুণী থানায় অভিযোগ দায়ের করেন।  


ডাসার থানায় দায়ের করা মামলায় অভিযুক্ত হিসেবে সৈয়দ পার্থিব, তার বাবা সৈয়দ আজিম উদ্দিন, বন্ধু সৈয়দ নাদিম, মা সৈয়দা স্বপ্না বেগম এবং আরেকজনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, সৈয়দ পার্থিব প্রতারণার মাধ্যমে মেয়েটির সঙ্গে সম্পর্ক তৈরি করেন এবং পরবর্তীতে প্রতিশ্রুতি ভঙ্গ করেন।  


ভুক্তভোগী তরুণী বলেন, পার্থিব আমাকে বিয়ের কথা বলে শারীরিক সম্পর্ক করেছে। বিদেশে যাওয়ার পরও প্রতিদিন ভিডিও কলে কথা বলতো এবং আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিত। কিন্তু এখন সে বিয়ে করতে রাজি নয়। তার কারণে আমার বিয়ে ভেঙে গেছে। আমি ন্যায়বিচার চাই।  


এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বারিক বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  


স্থানীয়রা বলছেন, এ ধরনের প্রতারণামূলক ঘটনা প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ জরুরি। বিশেষ করে নারীদের সঙ্গে প্রতারণা করে তাদের জীবনে বিপর্যয় সৃষ্টি করার ঘটনাগুলোতে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া দরকার। ভুক্তভোগী পরিবার ন্যায়বিচারের দাবি জানিয়েছে এবং প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।