টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের ভূটিয়া এমএসবি ব্রিকস ও হাদিরা ইউনিয়নের নিয়ামতপুর এশিয়া ব্রিকস অবৈধভাবে পরিচালিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। অভিযানে ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩
অনুযায়ী দুই ইটভাটা ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান। এসময় গোপালপুর থানা পুলিশের এসআই হাবিবুল্লাহ ও স্থানীয় প্রশাসনের
অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে দেখা যায়, ভাটাগুলো নির্ধারিত আইন অনুসরণ না করে পরিচালিত হচ্ছে এবং পরিবেশের ক্ষতি করছে। সরকারি নির্দেশনা না মেনে কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হচ্ছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। অভিযানের সময়
মালিকপক্ষকে সতর্ক করা হয় এবং পরিবেশসম্মত পদ্ধতিতে ভাটা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এলাকার বাসিন্দারা এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। ইটভাটাগুলোর অনিয়ম বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।