দিনাজপুরের হাকিমপুর উপজেলায় অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি স মিলের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সামাজিক বন বিভাগের চরকাই রেঞ্জ অধীন হাকিমপুর পৌর শহরের ছাতনী চৌমুহনী বাজারে দুটি স মিলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।
এসময় উপস্থিত ছিলেন, চরকাই রেঞ্জের এ সি এফ তানভীর ইসলাম নাহিদ সহ আরও অন্যান্য কর্মকর্তা। অভিযানে দুটি স মিলের মালিককে হালনাগাদ লাইসেন্স না থাকার কারণে জরিমানা করা হয়। স মিলে মালিক মোঃ মিজানুর রহমানকে ৫ হাজার টাকা এবং মোঃ মামুনুর রশীদকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় জানান, দীর্ঘদিন ধরে উপজেলার বেশ কিছু করাতকল নিয়মিতভাবে হালনাগাদ লাইসেন্স না করে কাজ চালিয়ে যাচ্ছে, এ বিষয়ে অভিযোগ পাওয়া যাচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে আজ এই অভিযান পরিচালনা করা হয়।
এছাড়া তিনি বলেন, অভিযানে স মিল মালিকদের লাইসেন্স হালনাগাদ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি স মিলে প্রয়োজনীয় রেজিস্টার রাখার বিষয়েও সতর্ক করা হয়েছে।
এ ঘটনার মাধ্যমে প্রশাসন স্থানীয় ব্যবসায়ীদের নিয়মতান্ত্রিক কার্যক্রম অনুসরণের জন্য কঠোর অবস্থান নিয়েছে। ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।