কুয়াকাটায় স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: সোমবার ২৭শে ফেব্রুয়ারি ২০২৩ ০৭:০৯ অপরাহ্ন
কুয়াকাটায় স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুয়াকাটার ১নং ওয়ার্ডের ৬০ ঘড় এলাকায় বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের দশন শ্রেনীর শিক্ষার্থী তানিয়া ঘড়ের দরজা বন্ধ করে ওড়না পেঁচিয়ে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার বেলা ১২ টায় এই ঘটনা ঘটে । তানিয়ার বাবা কবির হাওলাদার পেশায় একজন অটো চালক। 


স্থানীয়  ও পারিবারিক সূত্রে জানাগেছে, শিক্ষার্থী তানিয়া মায়ের সাথে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে এ আত্মহত্যা করতে পারে বলে এলাকাবাসীর ধারনা। 


মহিপুর থানার ওসি খোন্দকার মো. আবুল খায়ের ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্তের পরে বলা যাবে। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।