আশাশুনি সরকারি কলেজে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি উপজেলা প্রতিনিধি, সাতক্ষিরা
প্রকাশিত: মঙ্গলবার ১৪ই ফেব্রুয়ারি ২০২৩ ০৮:৪১ অপরাহ্ন
আশাশুনি সরকারি কলেজে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

আশাশুনি সরকারি কলেজে আন্তঃ বিভাগ ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) কলেজ মাঠে এখেলা অনুষ্ঠিত হয়।

 

সকাল ১১ টায় খেলার শুভ উদ্বোধন করেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান। প্রভাষক তারিকুল ইসলাম, প্রভাষক রায়হান মোস্তফা, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিঠুন ইসলামসহ কলেজের শিক্ষকমন্ডলী খেলা উপভোগ করেন।


 খেলায় বিজ্ঞান বিভাগ ও হিসাব-বাণিজ্য বিভাগ ভলিবল দল মুখোমুখি হয়। বিজ্ঞান বিভাগ দল ২-১ গেমের ব্যবধানে হিসাব বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ দলকে পরাজিত করে জয়লাভ করে। রেফারীর দায়িত্ব পালন করেন, রায়হান হোসেন। 


ধারাভাষ্যে ছিলেন প্রভাষক মাসুদুর রহমান। সার্বিক পরিচালনায় ছিলেন প্রভাষক জাহিদুল ইসলাম।