আশাশুনি উপজেলার বুধহাটা ইউর্নিয়নের নওয়াপাড়া গ্রামে মৎস্য ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ঘরের দরজা ভেঙ্গে নগদ টাকাসহ আড়াই লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়েগেছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।
নওয়াপাড়া গ্রামের বাচা সরদারের ছেলে মহেশ্বরকাটি মৎস্য সেটের মৎস্য ব্যবসায়ী আঃ রব সোমবার রাত্র ৯ টার দিকে খাওয়া দাওয়া শেষে পরিবারের সকলে পাশ্ববর্তী শ্বেতপুর গ্রামে ওয়াজ মাহফিল শুনতে যান। রাত্র আড়াইটার দিকে বাড়িতে ফিরে দেখেন ঘরের দরজা ভাঙ্গা এবং ভিতরে আলমারী ভাঙ্গা। এরপর তারা খোজ করে দেখেন আলমারীতে থাকা নগদ ১ লক্ষ ৭০ হাজার টাকা ও বার আনা ওজনের স্বর্ণের অলঙ্কার চুরি হয়ে গেছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।