গুলশানে বহুতল ভবনের ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার ১৯শে ফেব্রুয়ারি ২০২৩ ১০:০০ অপরাহ্ন
গুলশানে বহুতল ভবনের ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

রাজধানীর গুলশান-২ নম্বরে ১২তলা ভবনের সপ্তম তলায় লাগা আগুন ভয়াবহ রূপ নিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট বাড়ানো হয়েছে। বর্তমানে মোট সাতটি ইউনিট কাজ করছে।রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে আগুনের লাগে বলে জানায় ফায়ার সার্ভিসের সদরদপ্তর।


ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুনের কারণে প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হওয়ার কারণে উদ্ধার কাজ করতে বেগ পোহাতে হচ্ছে। ভবনের ভেতর থেকে এ পর্যন্ত চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।


এর আগে, ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের একটি ভবনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ৬টি ইউনিট পাঠানো হয়েছে।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান তিনি।