চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে পৌর শহরের নবাবগঞ্জ আদর্শ উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রের ভেতর থেকে একটি ককটেল উদ্ধার করেছে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট।
বুধবার (১ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ১০টায় ওই কেন্দ্র থেকে ককটেলটি উদ্ধার করা হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, বুধবার সকালে কেন্দ্রের ভেতরের এক কোনায় একটি পরিত্যক্ত ককটেল পাওয়া গেছে। ইতোমধ্যে র্যাবের বোম্ব ডিসিপোজাল ইউনিট ককটেলটি উদ্ধার করে নিয়ে যায়। তারা এটি নিষ্ক্রিয় করবে।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) থেকে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।