ব্যস্ত প্রার্থীরা' উপ-নির্বাচন কাল, ভোট গ্রহণ হবে ইভিএমে

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: মঙ্গলবার ৩১শে জানুয়ারী ২০২৩ ১১:৫৩ পূর্বাহ্ন
ব্যস্ত প্রার্থীরা' উপ-নির্বাচন কাল, ভোট গ্রহণ হবে ইভিএমে

আগামী ১ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল- আশুগঞ্জ) আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৪ জন প্রার্থী মাঘের প্রচণ্ড শীত অপেক্ষা করে দিন-রাত নির্বাচনী ময়দান চষে বেড়াচ্ছেন। মাত্র কয়েক মাসের জন্য হলেও এই উপনির্বাচন ঘিরে জনমনে ব্যাপক কৌতুহল বিরাজ করছে।বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়া -২ সরাইল- আশুগঞ্জ আসনের উপ-নির্বাচনে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। মিটিং মিছিল  চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে।দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি।সোমবার (৩০জানুয়ারি) মধ্যরাত থেকে শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা।আগামী ১ ফেব্রুয়ারি  অনুষ্ঠিত হবে এ আসনের শণ্যআসনের উপ-নির্বাচন।সরেজমিন ঘুরে দেখা যায়, প্রতিদিনেরমতো শেষ দিনেও ভোর থেকে কর্মী-সমর্থকদের নিয়ে বেরিয়ে পড়েছেন প্রার্থীরা।


নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন এলাকাবাসীর কাছে। পাশাপাশি মাইকে গান-বাজনার মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন তারা। মিটিং মিছিলে সব সময় এগিয়ে কলার ছড়ি ও  লাঙ্গলের প্রার্থী। এ উপনির্বাচন নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে তেমন কোনো উৎসাহ নেই। সরাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। প্রার্থীরা হলেন,জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এড. আব্দুল হামিদ ভাসানী (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূইঁয়া  (কলার ছড়ি)। নিখোঁজ স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ প্রতীক( মটরগাড়ি) ও জাকের পার্টির মো. জহিরুল ইসলাম জুয়েল।


 মূলত স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি উকিল আবদুস সাত্তার ভূইয়ার কলার ছড়ি ও জাতীয় পার্টির প্রার্থী এড. আব্দুল হামিদ ভাসানী লাঙ্গল প্রতীকের মধ্যেই লড়াই হবে বলে ধারণা করছেন স্থানীয়রা। স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ নিখোঁজ না আত্মগোপন  নিয়ে আছে জল্পনা কল্পনা।


তবে, এলাকার উন্নয়নের জন্য যে প্রার্থী বেশি ভূমিকা রাখতে পারবেন তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে জানান তারা।সরাইল উপজেলায় ৮৪টি এবং আশুগঞ্জ  উপজেলায় ৪৮টিসহ মোট ১৩২টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে ১ ফেব্রুয়ারি। এবার প্রতিটি কেন্দ্র থাকছে ইভিএমে ভোট গ্রহণ হবে। উপনির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে সরাইল উপজেলায় ২ লাখ ৪১ হাজার ৭৯ এবং আশুগঞ্জ উপজেলার মোট ভোটার ১ লাখ ৩২ হাজার। উপনির্বাচনে মোট কেন্দ্র ১৩২টি। এরমধ্যে সরাইল উপজেলার ৯টি ইউনিয়নে ৮৪টি ও আশুগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে ৪৮টি ভোট কেন্দ্র করা হয়েছে। One