‘এসো হে নবীন- মিলি প্রাণের উৎসবে’ এ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল শহরের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণি ও স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়েছে।
এ উপলক্ষে আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে কলেজ প্রাঙ্গনে নবীনবরণ ও বসন্তবরণ অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধক্ষ্য মো.ইব্রাহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার,বিশেষ অতিথি হিসাবে ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার,পৌর মেয়র সিরাজুল হক আলমগীর, অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুর রহিম সুজন , আজীবন দাতা সদস্য ইঞ্জিনিয়ার রাশেদ হাসান প্রমুখ ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মহাবিদ্যালয়ের উপধাক্ষ্য আমিনুল ইসলাম।এসময় কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।