পাঁচবিবিতে ৫’শ স্থানে সরস্বতী পুজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
মোস্তাকিম হোসেন, উপজেলা প্রতিনিধি পাঁচবিবি- জয়পুরহাট
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৬শে জানুয়ারী ২০২৩ ০৬:৫৬ অপরাহ্ন
পাঁচবিবিতে ৫’শ স্থানে সরস্বতী পুজা অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবিতে ৫ শতাধিক স্থানে সরস্বতী পুজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত সনাতন ধর্মাবলম্বী শিক্ষক ও শিক্ষার্থীরা নিজেদের অর্থায়নে এ পুজার আয়োজন করেন। সরেজমিনে উপজেলার নছির মন্ডল সরকারি বালিকা ও লাল বিহারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দেখা যায়,


প্রতিষ্ঠানের সনাতন ধর্মের শিক্ষক/শিক্ষার্থীরা মিলে পুজার আয়োজন করেছে। এছাড়া অনেক পারিবার, ব্যবসা প্রতিষ্ঠান, কয়েকজন শিক্ষার্থী বন্ধুরা মিলে ও মন্দির প্রাঙ্গনে পুজার আয়োজন করা হয়। বিশেষ করে শিক্ষার্থী ভক্তারা তাদের বিদ্যা ও জ্ঞানের দেবী শ্রী শ্রী সরস্বতীর চরণে পুস্পার্ঘ্যা অপর্ণ করছেন। কারিগররা কয়েকদিন আগেই সরস্বতী পুজার নিমিত্তে উপজেলার বিভিন্ন স্থানে প্রতীমা তৈরী করে।


উপজেলা হিন্দু বৌদ্ধ ও খীষ্টাণ ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুনীল রায় বলেন, প্রতি বছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পুজা অনুষ্ঠিত হয়। এবারে উপজেলায়  পাঁচ শতাধিক স্থানে এ পুজা হচ্ছে।