https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

সকালের মধ্যে ঝড়-বৃষ্টির সতর্কতা: ১৮ অঞ্চলের জন্য জরুরি বার্তা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ অক্টোবর ২০২৪, ৪:১৭

শেয়ার করুনঃ
সকালের মধ্যে ঝড়-বৃষ্টির সতর্কতা: ১৮ অঞ্চলের জন্য জরুরি বার্তা

সকাল ৯টার মধ্যে দেশের ১৮ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। শনিবার (৫ অক্টোবর) সকালে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

সাধারণত এই ধরনের আবহাওয়া পরিবর্তনের ফলে সড়ক, নদী এবং আকাশপথে যাত্রীদের চলাচলে বিঘ্ন ঘটতে পারে। পাশাপাশি কৃষকদের ক্ষেতের ফলনও প্রভাবিত হতে পারে। আবহাওয়া অধিদপ্তর কর্তৃপক্ষ সাধারণ মানুষকে সতর্ক করে বলেছে, ঝড়বৃষ্টির সময় নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে এবং অব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

অন্যদিকে, মৎস্যজীবীদেরও সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে, কারণ ঝড়ো আবহাওয়া তাদের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে। স্থানীয় প্রশাসন ও জরুরি সেবা সংস্থাগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে, যাতে কোনো ধরনের অঘটন ঘটলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা যায়।

সবমিলিয়ে, দেশের ১৮ অঞ্চলে আজকের আবহাওয়া নিয়ে উদ্বেগ ও প্রস্তুতি থাকার আহ্বান জানানো হচ্ছে। যেকোনো প্রকার ঝড় ও বৃষ্টির ফলে জনসাধারণকে সচেতন থাকতে হবে এবং নিরাপদে থাকতে হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

মধ্যরাতে ১৪ অঞ্চলে ঝড়বৃষ্টির আশঙ্কা

মধ্যরাতে ১৪ অঞ্চলে ঝড়বৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও দেখা দিতে পারে দুর্যোগপূর্ণ আবহাওয়া। সোমবার দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এই ঝড়ের সঙ্গে থাকতে পারে বৃষ্টি ও বজ্রবৃষ্টিও। অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে এজন্য ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, রাজশাহী, পাবনা, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, যশোর,

রাতেই ৬০ কিমি বেগে ঝড় ৬ অঞ্চলে, নদীবন্দরে সতর্কতা

রাতেই ৬০ কিমি বেগে ঝড় ৬ অঞ্চলে, নদীবন্দরে সতর্কতা

দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১২ এপ্রিল) দিনগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে

আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি আট বিভাগে: আবহাওয়া দফতর

আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি আট বিভাগে: আবহাওয়া দফতর

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের আট বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার দেয়া পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ফরিদপুর, সিরাজগঞ্জ, ফেনী এবং যশোর অঞ্চলে মৃদু তাপপ্রবাহ চলমান রয়েছে, তবে তা কিছু কিছু স্থানে

দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ, যে এলাকাতে বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস

দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ, যে এলাকাতে বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস

চৈত্রের শেষের দিকে এসে দেশের বিভিন্ন অঞ্চলে বেড়েছে ভ্যাপসা গরম এবং তাপমাত্রার তেজ। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আজ মঙ্গলবার পর্যন্ত উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। পরবর্তীতে এটি শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট লঘুচাপ এবং নিম্নচাপে পরিণত হতে পারে।  আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ,

৬ বিভাগে শিলাবৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা

৬ বিভাগে শিলাবৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা

ঢাকাসহ দেশের ছয়টি বিভাগে হঠাৎ আবহাওয়ার পরিবর্তন দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির আভাস দিয়েছে সংস্থাটি। এতে করে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম এবং সিলেটের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।   আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ। এছাড়া একই এলাকায় আরও একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।