হিজলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
তালুকদার মামুন, নিজস্ব প্রতিনিধি হিজলা (বরিশাল)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৩ই অক্টোবর ২০২২ ০৪:৩৩ অপরাহ্ন
হিজলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বরিশালের হিজলা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২২ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের সহযোগিতায় ১৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল এগারোটায় দিবসটি উপলক্ষ্যে র্র্যালী অনুষ্ঠিত হয়েছে। 


র্র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার এর সভাপতিত্বে তার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবিদ হাসান। সভায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম।

 

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, মেমানিয়া ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার, পুলিশ পরিদর্শক হিজলা নৌপুলিশ ইউনিটের ইনচার্জ বিকাশ চন্দ্র দে, হিজলা ফায়ার স্টেশন ইনচার্জ বঙ্কিম দেবনাথ প্রমুখ।