অপহৃত আলোচিত প্রধান শিক্ষক নুরুল আমিনকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
মাসুদ বাবু, জেলা প্রতিনিধি (লালমনিরহাট)
প্রকাশিত: বুধবার ১১ই জানুয়ারী ২০২৩ ০৬:২৪ অপরাহ্ন
অপহৃত আলোচিত প্রধান শিক্ষক নুরুল আমিনকে উদ্ধার

৫দিন পর উদ্ধার হল অপহৃত আলোচিত প্রধান শিক্ষক নুরুল আমিন। ডিবি পরিচয় দিয়ে অপহরণ করা দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিনকে লালমনিরহাট জেলা ডিবি পুলিশ ঢাকার তেজগাঁও থানা এলাকা হতে উদ্ধার করেছে।



অপহৃত প্রধান শিক্ষকের বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলার নামুড়ি এলাকায়। তিনি দোলাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকতা করতেন। গত ৬ জানুয়ারি ভোরের দিকে সাদা রঙের হাইস মাইক্রোবাসে করে ডিবি পুলিশের পরিচয় দিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়। তাকে নিয়ে যাওয়ার সময় নুরুল হকের ভাই, স্ত্রী পুলিশের পরিচয় জানতে চাইলে তাদেরকে এলোপাতাড়ি মারপিট করে। এই ঘটনায় নুরুল হকের ছেলে আসামিদেরকে বাদি করে থানায় মামলা করে।



এরপর ডিবি পুলিশ অভিযানে নেমে ৫দিন পর বৃহস্পতিবার ভোররাতে তেজগাঁও থানা এলাকা থেকে অপহরণকারী শফিউল আলম‌ ও আব্দুল বারী দুজনকে উদ্ধার করে। অপহরণকারীদের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলায়় অপরজনের নরসিংদী জেলার পূর্বধলা উপজেলায়। এ সময় পুলিশ দুইজন অপহরণকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।



এ বিষয়ে জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান পুলিশের ধারণা টাকা পয়সা নিয়ে লেনদেন সংক্রান্ত কারণে এমনটি ঘটতে পারে!