হিলি স্থলবন্দরে ২ দিনের কর্মবিরতি চলছে

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: সোমবার ৩০শে জানুয়ারী ২০২৩ ০৫:১৪ অপরাহ্ন
হিলি স্থলবন্দরে ২ দিনের কর্মবিরতি চলছে

আমদানি-রপ্তানি স্বাভাবিক থাকলেও দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দরে ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং এজেন্টস এর কর্মসূচির অংশ হিসাবে ২ দিনের কর্ম বিরতি পালন করছেন বাংলাহিলি কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং (সিএন্ডএফ এজেন্ট) এসোসিয়েশন।


সোমবার (৩০ জানুয়ারি) রাত টায় বিষয়টি নিশ্চিত করছেন বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।


তিনি জানান,জাতীয় রাজস্ব বোর্ড কতৃক কাস্টমস লাইসেন্সিং বিধিমালা ২০২০ সংশোধনসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষে ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়াডিং এজেন্টস এসোসিয়েশন ৩০ ও ৩১ জানুয়ারী সোমবার ও মঙ্গলবার দুই দিন বাংলাদেশ কাস্টমস হাউজ ও শুল্ক স্টেশনে পুর্ন দিবস কর্ম বিরতির ডাক দিয়েছে। 


কেন্দ্রিয় কর্মসূচীর সাথে একাত্বতা ঘোষনা করে আজ ও আগামীকাল হিলি কাস্টমস হাউজ ও শুল্ক স্টেশনে ২ দিন কর্ম বিরতি পালন করতেছি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন এর সদস্যরা। 


তিনি আরও জানান, কর্ম বিরতি চলাকালে বন্দরের আমদানি রফতানি কার্যক্রম স্বাভাবিক থাকলেও বন্দর থেকে পণ্য ছাড়া করা হবেনা।