নোয়াখালী জেলা শহর মাইজদীতে চাঁদার দাবিতে হামলা চালিয়ে সাংবাদিক মোহাম্মদ তসলিম হোসেনকে গুরুতর আহত করেছে একদল সন্ত্রাসী। হামলায় তার বাম হাত ভেঙে যায় এবং চোখে গুরুতর আঘাত পান।
শুক্রবার সকাল ১০টার দিকে নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের বার্লিনটন মসজিদ মোড়ে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, হামলাকারীরা তাকে কয়েক ঘণ্টা আটকে রেখে শারীরিক নির্যাতন চালায়।
আহত সাংবাদিক তসলিম হোসেন জেলার হাতিয়া উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘ ছয় বছর ধরে নোয়াখালী পৌরসভার হরিনারায়ণপুর এলাকায় পরিবারসহ বসবাস করে আসছেন। ঘটনার দিন সকালে তিনি বাজারে যাওয়ার পথে স্থানীয় সন্ত্রাসী লন্ড্রি আনিস ও তার সহযোগীরা তাকে আটক করে।
সাংবাদিক তসলিম হোসেন অভিযোগ করেন, সন্ত্রাসীরা তার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। তিনি দিতে অস্বীকৃতি জানালে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় তার বাম হাতের হাড় ভেঙে যায় এবং চোখে গুরুতর আঘাত পান। স্থানীয়রা উদ্ধার করে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।
এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, "হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে একজন ব্যক্তি এসে দাবি করেছে, সাংবাদিক নিজেই পড়ে গিয়ে হাত ভেঙেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
এদিকে স্থানীয় সাংবাদিক মহল এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। তাদের মতে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে ভবিষ্যতে এ ধরনের হামলা আরও বাড়তে পারে।
সাংবাদিক তসলিম হোসেন প্রশাসনের কাছে সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও ন্যায়বিচারের দাবি করেছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।