টেকনো ফাস্ট লিমিটেড এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম এর সভাপতিত্বে মিরপুরের স্থানীয় এক কনভেনশন সেন্টারে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর এটাচমেন্ট প্রোগ্রামের সনদ বিতরন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে তিনি বলেন, আজ প্রায় চার শতাধিক শিক্ষার্থী ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট সম্পন্ন করে সনদ গ্রহন করেছেন। অনুষ্ঠানের শুরুতে ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম সাহেবের পিতা আলহাজ আবদুল মোতালেব সাহেব কে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেয়া হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা মীর শাহাবুদ্দীন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দেশ গড়ায় ভুমিকা রাখার কথা তুলে ধরেন। বিশেষ অতিথি প্রফেসর শাহ আলম চৌধুরী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিশেষ করে EEE, CSE, CIVIL এ পাশকৃত শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন সুযোগ সুবিধার কথা তুলে ধরেন।
তিনি আরো বলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বেসরকারী বিশ্ববিদ্যালয় গুলোর মাঝে ডিপ্লোমা পাশকৃত শিক্ষার্থীদের জন্য মাইল ফলক হিসেবে উচ্চ শিক্ষা প্রদান করে যাচ্ছে। এ বিশ্ববিদ্যালয়ের ল্যাব সুবিধা আধুনিক এবং বিশ্বমানের। অনুষ্ঠানে ঢাকা ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর আবদুল বাসেদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ্য থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।