পিকনিকের পথে ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক
মো. নাঈম হাসান ঈমন, জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: শুক্রবার ২৪শে জানুয়ারী ২০২৫ ০৬:৩৬ অপরাহ্ন
পিকনিকের পথে ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় আসাদুজ্জামান নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। শুক্রবার ভোরে নলছিটির ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ বাজার এলাকায় বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আসাদুজ্জামান যশোর জেলার বেনাপোল এলাকার মৃত রুহুল আমিন সরদারের ছেলে বলে নিশ্চিত করেছেন নলছিটি থানার ওসি মো. আবদুস সালাম।  


প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ভোরে বেনাপোল থেকে কুয়াকাটা পিকনিকের উদ্দেশে যাত্রা করা দুটি বাস মহাসড়কের মেসার্স স্বদেশ এলপিজি ফিলিং স্টেশনের সামনে যাত্রাবিরতি নেয়। বিরতির সময় আসাদুজ্জামান বাস থেকে নামেন এবং এরপর তাকে খুঁজে পাওয়া যায়নি। কিছুক্ষণ পর মহাসড়কের ওপর তার মরদেহ দেখা যায়। ঘন কুয়াশার কারণে রাস্তা পার হতে গিয়ে কোনো অজ্ঞাত যানবাহনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার সময় তার মাথায় গুরুতর আঘাত লাগে।  


পুলিশ জানিয়েছে, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।  


স্থানীয়রা জানান, ভোরের সময় মহাসড়কে কুয়াশার তীব্রতা থাকে, যা অনেক সময় রাস্তা পারাপারে বাধা সৃষ্টি করে। এই দুর্ঘটনার কারণেও ঘন কুয়াশার ভূমিকা থাকতে পারে বলে তারা ধারণা করছেন।  


এ ঘটনায় পিকনিকে যাওয়া অন্যান্য যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকেই এই দুর্ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করেছেন এবং মহাসড়কে যান চলাচলের সময় আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।  


নলছিটি থানার ওসি মো. আবদুস সালাম বলেন, পুলিশ পুরো ঘটনাটি তদন্ত করছে। ঘন কুয়াশার কারণে কোনো গাড়ির নম্বর শনাক্ত করা যায়নি। তবে স্থানীয়দের সহযোগিতায় বিস্তারিত জানার চেষ্টা চলছে।  


এদিকে, দুর্ঘটনার পর মহাসড়ক এলাকায় কিছুক্ষণ যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।  


নিহত আসাদুজ্জামানের পরিবার তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। পরিবারের সদস্যরা জানান, পিকনিকে যাওয়ার উদ্দেশ্যে আনন্দময় একটি দিন কাটানোর স্বপ্ন নিয়ে তিনি রওনা দিয়েছিলেন, কিন্তু এমন মর্মান্তিক দুর্ঘটনা তাদের জীবনে চিরকালীন দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে।  


এই দুর্ঘটনা মহাসড়কে ঘন কুয়াশার সময় পথচারীদের চলাচলের ঝুঁকি এবং নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার বিষয়টি আবারও সামনে নিয়ে এসেছে।