টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন ভূঞাপুর থানার এসআই মোঃ লিটন মিয়া ও ভূঞাপুরে কর্তব্যরত ডিএসবি’র এসআই মোঃ ইউসুব আলী। গত আগষ্ট মাসের কর্মদক্ষতার উপর ভিত্তিতে বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার তাদেরকে শ্রেষ্ঠ অফিসার হিসেবে সম্মাননা স্মারক প্রদান করেন। টাঙ্গাইল পুলিশ লাইনের মাসিক কল্যান সভায় সম্মাননা স্মারক প্রদানকালে জেলার ও বিভিন্ন থানা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভূঞাপুর থানার এসআই মোঃ লিটন মিয়া সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতারে অবদান রাখতে ও ডিএসবি’র এসআই মোঃ ইউসুব আলী বিভিন্ন রাজনৈতিক ও গোয়েন্দা তথ্য প্রদানে বিশেষ অবদান রাখায় তাদেরকে এই সম্মাননা প্রদান করেন টাঙ্গাইলের পুলিশ সুপার।
এ ব্যাপারে মোঃ লিটন মিয়া ও মোঃ ইউসুব আলী বলেন, পুলিশ সুপারের নিকট থেকে পুরস্কার পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ভবিষ্যতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে আমাদেরকে উৎসাহিত করবে। যে মানদণ্ডে আমাদেরকে পুরস্কৃত করা হলো তাতে আমাদের কর্মক্ষেত্রে ও সাধারণ মানুষের দুয়ারে আইনি সেবা পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা বেড়ে গেল। এজন্য জেলা পুলিশ কর্তৃপক্ষকে ধন্যবাদ ও মহান আল্লাহর কাছে বিশেষ শুকরিয়া জ্ঞাপন করছি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।