এবার বিশালাকৃতির মৃত তিমি ভেসে এলো কুয়াকাটা সৈকতে

নিজস্ব প্রতিবেদক
আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: শনিবার ৩রা সেপ্টেম্বর ২০২২ ০৭:৪২ অপরাহ্ন
এবার বিশালাকৃতির মৃত তিমি ভেসে এলো কুয়াকাটা সৈকতে

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে বিশালাকৃতির একটি মৃত বেলিন প্রজাতির তিমি। শনিবার সকাল ৯টার দিকে জোয়ারের পানিতে সৈকতের পূর্ব দিকে ঝাউ বাগান পয়েন্টে এটি ভেসে আসে। 


মৃত তিমির দৈর্ঘ্য প্রায় ২৫ ফুট ও প্রস্থ ৫ ফুট বলে জানান মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ।


সন্ধ্যার দিকে আবুল কালাম আজাদ জানান, মৃত তিমির নমুনা সংগ্রহ করা হয়েছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও কলাপাড়া সহকারী কমিশনার ভূমি ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছেন। তারা এসে পৌঁছালেই এটিকে মাটি চাপা দেয়া হবে। 


প্রাণী সম্পদ কর্মকর্তাদের বরাত দিয়ে তিনি আরও জানান, এটি বেলিন প্রজাতির তিমি। অন্তত ২০-২৫ দিন আগে এটি মারা গিয়ে ভাসতে ভাসতে কুয়াকাটা সৈকতে এসে পৌঁছেছে বলেও ধারণা করেন তিনি। তিমিটির ৭০-৮০ ভাগ পচে যাওয়ায় সৈকত এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে।