ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথের নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা রেলস্টেশনের সন্নিকটে ‘হাওর এক্সপ্রেস’ নামক ট্রেনের নীচে কাটা পড়ে মোঃ হলুদ মিয়া নামক (২৯) এক ব্যাক্তির করুণ মৃত্যু হয়েছে।
জি আর পি মোহনগঞ্জ সার্কেলের এস আই মোঃ আলমগীর জানান, ঢাকা থেকে মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫টা ২০ মিনিটের দিকে নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা রেলস্টেশনের কাছাকাছি আসলে ট্রেনের নীচে কাটা পড়ে এক ব্যাক্তির মৃত্যু হয়। খবর পেয়ে মোহনগঞ্জ সার্কেলের জিআরপি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে তার পরিচয় পাওয়া যায়। নিহত ব্যাক্তির নাম হলুদ মিয়া, তার পিতার নাম মোঃ শহীদ মিয়া। তার গ্রামের বাড়ী ময়মনসিংহ জেলার ইশ^রগঞ্জ উপজেলার কাটালিয়া গ্রামে।
পরে জি আর পি পুলিশ লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে জি আর পি পুলিশ ময়মনসিংহ রেলওয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করেছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।