গোয়ালন্দে ওএমএস ও টিসিবি'র চাল বিক্রির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১লা সেপ্টেম্বর ২০২২ ০৭:৫১ অপরাহ্ন
গোয়ালন্দে ওএমএস ও টিসিবি'র চাল বিক্রির উদ্বোধন

সারাদেশের মত রাজবাড়ীর গোয়ালন্দে ওএমএস, টিসিবি ও খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিক্রি শুরু হয়েছে।


বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে গোয়ালন্দ বাজার এলাকায় ওএমএস, টিসিবি ও খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন।


এসময় ট্যাগ অফিসার হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, কাউন্সিল মো. ফজলুল হক, পৌরসভার মহিলা প্যানেল মেয়র শাহেদা আক্তার প্রমুখ।


সকাল থেকে গোয়ালন্দ পৌরসভার প্রতিটি ডিলারের দোকানে চাল কিনতে আসা মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। করোনা মহামারি ও বিভিন্ন কারনে দ্রব্যমূল্যে উর্দ্ধগতির কারনে ওএমএস এর চাল কিনতে আসেন মধ্যবৃত্তরাও।


উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মো. জাকির হোসেন বলেন, আজ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় গোয়ালন্দে ওএমএস, টিসিবি ও খাদ্যবান্ধব কর্মসুচীর চাল বিক্রি কার্যকক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে তিনমাস পর্যন্ত। প্রতি কেজি চালের মূল্য ৩০ টাকা। এ কার্যক্রম শুক্রবার ও শনিবার ব্যতিরেকে সপ্তাহে সপ্তাহে ৫ দিন চলবে।