বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সুতোয় গাঁথা : জাফর ইকবাল

নিজস্ব প্রতিবেদক
শফিউল আলম রাজীব, জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১লা সেপ্টেম্বর ২০২২ ০৭:১৩ অপরাহ্ন
বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সুতোয় গাঁথা : জাফর ইকবাল

বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সুতোয় গাঁথা। পৃথিবীতে খুব কম দেশই আছে যেখানে একটি রাষ্ট্র এবং একটি দেশের মানুষের নাম এক সাথে উচ্চারন করা যায়। একটার বদলে আর একটার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না।


বৃহস্পতিবার দুপুরে দেবীদ্বার উপজেলার দুয়ারিয়া আব্দুল গফুর(এজি) মডেল একাডেমির মাঠে আয়োজিত শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে কুইজ প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যদানকালে বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ওই বক্তব্য তুলে ধরেন।


গৌরব ৭১’র আয়োজনে এবং শেখ রাসেল ফাউন্ডেশন (ইউএসএ ইন্ক) দেবীদ্বার শাখার সহযোগীতায় আয়োজিত কুইজ প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় দুয়ারিয়া আব্দুল গফুর(এজি) মডেল একাডেমির অধ্যক্ষ মোঃ আবু সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে এবং কুমিল্লা আইডিয়াল কলেজ’র প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন লিটন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শেখ রাসেল ফাউন্ডেশন (ইউএসএ ইন্ক) শাখার সভাপতি ডাঃ ফেরদৌস খন্দকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনার বাংলা কলেজ’র অধ্যক্ষ আবু ছালেক মোঃ সেলিম রেজা সৌরভ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক পার্থ চক্রবর্তী, দেবীদ্বার মফিজ উদ্দিন আহমেদ মডেল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার, বড়শালঘর এবিএম গোলাম মোস্তফা ডিগ্রী কলেজ’র অধ্যক্ষ আব্দুল খালেক, প্রভাষক সফিকুল ইসলাম প্রমূখ।


শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে প্রধান অতিথি আরো বলেছেন, পৃথিবীতে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, সেটার নাম হলো ফেইজবুক, ফেইজবুকে অনেক সময় নষ্ট হয়, এন্ড্রোয়েড মোবাইল ফোন এর মূল প্রাণ। তোমরা যেহেতু নতুন প্রজন্মের মানুষ তাই নতুন টেকনোলজি তোমাদের হাতে থাকবে। কিন্তু তোমরা খেয়াল রাখবে এই যে নতুন প্রযুক্তি তা কিন্তু তোমাদের ব্যবহার করে। তোমরা চেষ্টা করবে প্রযুক্তি ব্যবহার করতে, তোমাদের যেন ব্যবহার না করতে পারে। আর তোমাদের বই পড়ায় বেশী বেশী আগ্রহী হতে হবে।