বৈষ্ণিক পরিবর্তন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে মাঠ পার্যায়ে কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সাহাপুরা নাঙ্গুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজলো প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, কৃষি সম্প্রসারণের উপ পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মৃদুল আহম্মেদ সুমন, ওসি মোঃ বনী আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজিম শরীফ, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, কাউখালী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি উত্তম কুমার শীল, কাউখালী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ সহ আরও অনেকে।
এসময় স্থানীয় কৃষকরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।