যাত্রী সংকটে বরিশালের আকাশপথে বন্ধ হচ্ছে নভোএয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২৭শে জুলাই ২০২২ ০৬:১৫ অপরাহ্ন
যাত্রী সংকটে বরিশালের আকাশপথে বন্ধ হচ্ছে নভোএয়ার

যাত্রী স্বল্পতায় ঢাকা-বরিশাল আকাশ পথে ফ্লাইট পরিচালনা সাময়িক স্থগিত করতে যাচ্ছে বেসরকারী বিমান পরিবহন সংস্থা নভোএয়ার। আগামী ১ আগস্ট থেকে আপাতত ফ্লাইট পরিচালনা স্থগিত করার কথা জানিয়েছেন নভোএয়ারের মার্কেটিং এন্ড মিডিয়া কমিউনিকেশনের নির্বাহী নীলাদ্রি মহারতœ। তিনি জানিয়েছেন, যাত্রী স্বল্পতার কারনে আগামী ১ আগস্ট থেকে সাময়িক সময়ের জন্য বরিশাল-ঢাকা আকাশ পথে ফ্লাইট পরিচালনা স্থগিত রাখা হচ্ছে। পরবর্তীতে যাত্রী বাড়লে আবারো ফ্লাইট পরিচালনা শুরু করা হবে।


জানা গেছে, সপ্তাহে সাতদিন ঢাকা-বরিশাল রুটে একটি করে ফ্লাইট পরিচালনা করতো নভোএয়ার। প্রতিদিন বিকেল তিনটায় ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে এবং বিকেল চারটা ১০ মিনিটে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা হয়।


বরিশাল বিমান বন্দরের ব্যবস্থাপক আব্দুর রহিম তালুকদার বলেন, প্রতিদিন ঢাকা-বরিশাল আকাশপথে বাংলাদেশ বিমানের একটি, ইউএস বাংলার দুইটি ও নভোএয়ারের একটি করে ফ্লাইট চলাচল করে। তিনি আরও বলেন, নভোএয়ার ফ্লাইট পরিচালনা স্থগিত রাখার বিষয়ে এখন পর্যন্ত অফিসিয়ালভাবে কোন কিছু জানায়নি।


প্রসঙ্গত: দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ার পর নৌপথের পাশাপাশি আকাশপথেও যাত্রী সংকট দেখা যায়। যার ধারাবাহিকতায় ইতোমধ্যে নৌপথে দ্রুতগতির নৌযান গ্রিনলাইন ওয়াটার বাস বন্ধ করেছে কর্তৃপক্ষ।