মাদারীপুরে জেলেদের মাঝে বিনামূল্যে গবাদীপশু ও উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ৭ই জুলাই ২০২২ ০৬:৩২ অপরাহ্ন
মাদারীপুরে জেলেদের মাঝে বিনামূল্যে গবাদীপশু ও উপকরণ বিতরণ

মাদারীপুরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিবন্ধিত জেলেদের মাঝে গবাদীপশু ও উপকরণ রিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প গোপালগঞ্জ-এর আওতায় উপকরণ বিতরণ করা হয়। 


এতে সদর উপজেলার তিনটি ইউনিয়নের ১৫ জন জেলেকে দুটি করে ছাগল, একটি খোয়ার, গো-খাদ্য ও ওষুধ দেয়া হয়। বিনামূল্যে এসব উপকরণ পেয়ে খুশিতে আত্মহারা অসহায় জেলেরা।


এ সময় উপস্থিত ছিলেন দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক মনিরুল ইসলাম, মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তপন কুমার মজুমদারসহ অনেকেই।