পদ্মাসেতু উদ্বোধনী আনন্দে কুয়াকাটায় শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক
আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: বুধবার ২২শে জুন ২০২২ ০৭:২৬ অপরাহ্ন
পদ্মাসেতু উদ্বোধনী আনন্দে কুয়াকাটায় শোভাযাত্রা

২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের বহুমুখী পদ্মাসেতু। এই স্বপ্নের পদ্মাসেতুর শুভ উদ্বোধনকে সামনে রেখে বঙ্গবন্ধু কন্যা দেশ নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে পর্যটন নগরী কুয়াকাটায় শোভাযত্রা ও আনন্দ মিছিল করেন কুয়াকাটা পৌরসভা, পর্যটন নির্ভর ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। 


কুয়াকাটা পৌরসভার আয়োজনে বুধবার (২২ জুন) সকাল ১০ টায় পৌরসভা কার্যালয় থেকে এ শোভাযাত্রা ও আনন্দ মিছিল বের করা হয়। পৌর মেয়র আনোয়ার হাওলাদারের নেতৃত্বে আনন্দ মিছিলটি কুয়াকাটা-ঢাকা মহাসড়ক হয়ে রাখাইন মহিলা মার্কেট সড়ক প্রদক্ষিন শেষে পৌর ভবনের সামনে এসে এক পথ সভায় মিলিত হয়। পথ সভায় বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম হাওলাদার, ভূইয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ নিজাম হাওলাদার প্রমুখ।


আনন্দ মিছিল ও শোভাযাত্রায় কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা হোটেল মোটেল অনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম এ মোতালেব শরীফ, কুয়াকাটা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও প্যানেল মেয়র মোঃ শহীদ দেওয়ান, পৌর কাউন্সিলর ও ছাত্রলীগ সভাপতি মোঃ মজিবুর রহমান, প্যানেল মেয়র মোঃ মনির শরীফ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম আকন, কাউন্সিলর আবুল হোসেন ফরাজী, কাউন্সিলর ফজলুল হক খান, টোয়াক সাধারণ সম্পাদক কে এম জহির, 


ট্যুর গাইড সভাপতি কেএম বাচ্চুসহ আরও অনেকে। এছাড়াও পৃথক পৃথক ব্যানার নিয়ে ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক), হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন, হোটেল মোটেল মালিক সমিতি, কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট এসোসিয়েশন (কুটুম) ট্যুর গাইড এসোসিয়েশন, পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, খাবার হোটেল মালিক সমিতিসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন আনন্দ র‌্যালীতে অংশগ্রহন করে। 



পথসভায় পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, পদ্মা সেতু আমাদের গর্বের সেতু। আমরা কুয়াকাটাবাসী কখনও ভাবিনি যে পদ্মা সেতু হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রম এবং দেশী বিদেশী নানা ষড়যন্ত্র মোকাবেলা করে পদ্মাসেতু আজ বাস্তবতা। পদ্মাসেতু কুয়াকাটার মানুষের ভাগ্যের পরিবর্তন এনে দিবে। পর্যটন ভিত্তিক বিনিয়োগ বাড়বে। 


পৌর মেয়র বলেন, আর মাত্র দুইদিন বাকি পদ্মা সেতু উদ্বোধনের। আর এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে কুয়াকাটা তথা দক্ষিনাঞ্চলসহ ১৮ কোটি মানুষের প্রত্যাশা পুরণ হতে চলেছে। কুয়াকাটার সাথে সারা দেশের ফেরিপারাপার যুগের অবসান ঘটবে। চালু হবে নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগ ব্যবস্থা। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটা আর্ন্তজাতিক পর্যটন নগরী হিসেবে উঠবে। পৌর মেয়র কুয়াকাটা পৌরবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।