ভূঞাপুরে নগদ টাকা ও জুয়া খেলার সামগ্রী সহ ৩ জুয়াড়ী আটক

নিজস্ব প্রতিবেদক
ফুয়াদ হাসান রঞ্জু, উপজেলা প্রতিনিধি, ভূঞাপুর- টাঙ্গাইল
প্রকাশিত: সোমবার ২০শে জুন ২০২২ ১২:২২ অপরাহ্ন
ভূঞাপুরে নগদ টাকা ও জুয়া খেলার সামগ্রী সহ ৩ জুয়াড়ী আটক

টাঙ্গাইলের ভূঞাপুরে নগদ  ১৪ হাজার টাকা ও জুয়া খেলার সামগ্রী সহ তিন জুয়াড়ীকে আটক করেছে ভূঞাপুর নৌ পুলিশ। রোববার (১৯ জুন) বিকেলে উপজেলার কুঠিবয়ড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শেখ মোঃ আলাউল ইসলাম। 


আটককৃতরা হলেন- উপজেলা কুঠিবয়ড়া গ্রামের মৃত ইয়াকুব সরকারের ছেলে মামুন (৪০), চর বিহাড় গ্রামের মোতালেব হোসেনের ছেলে ইউসুফ আলী (২৭) ও তালতলা গ্রামের মৃত ইউনূস আলীর ছেলে দেলোয়ার (৪৮)।


এবিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শেখ মোঃ আলাউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুঠিবয়ড়া এলাকা থেকে নগদ টাকা সহ তিন জুয়াড়ীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।