প্রকাশ: ১৩ আগস্ট ২০২০, ১৫:৫৯
ইবাদতের জন্য ওজু শর্ত। ওজু ছাড়া নামাজ হয় না। নামাজের জন্য এবং পবিত্রতা অর্জনে ওজু ও তায়াম্মুমকে ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন-
'হে মুমিনগণ! যখন তোমরা নামাজের জন্যে উঠ, তখন নিজের মুখমণ্ডল ও উভয় হাত কনুই পর্যন্ত ধৌত কর এবং উভয় পা টাখনুসহ ধুয়ে নাও। যদি তোমরা অপবিত্র হও তবে সারা দেহ পবিত্র করে নাও এবং যদি তোমরা রুগ্ন/অসুস্থ হও, অথবা প্রবাসে থাক অথবা তোমাদের কেউ প্রসাব-পায়খানা সেরে আসে অথবা তোমরা স্ত্রীদের সাথে সহবাস কর, অতপর পানি না পাও, তবে তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও-অর্থাৎ, নিজের মুখমণ্ডল ও উভয় হাত মাটি দ্বারা মুছে ফেল। আল্লাহ তোমাদেরকে অসুবিধায় ফেলতে চান না; কিন্তু তোমাদেরকে পবিত্র রাখতে চান এবং তোমাদের প্রতি নিজ নেয়ামত পূর্ণ করতে চান। যাতে তোমরা কৃতজ্ঞাতা প্রকাশ করতে পার।' (সুরা মায়েদা : আয়াত ৬)