পৃথিবীর ইতিহাসে সর্বকালের শ্রেষ্ঠ মানব, যার আগমণে বদলে গেছে ধরণী, মিথ্যার অন্ধকার থেকে এই দুনিয়ায় যিনি দেখিয়েছেন আলোর পথ, সবরকমের অনাচার, অন্যায় আর অনিষ্টকে ধূলিস্মাৎ করে যিনি এই পৃথিবীতে নিয়ে এসেছেন শান্তির বার্তা, সেই মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস রোববার (১০ নভেম্বর)। যথাযথ ধর্মীয় মর্যাদায় ধর্মপ্রাণ মুসলমানরা দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী হিসেবে উদযাপন করবেন।
সপ্তাহের এ দিনটি তিনি নিজেও রোজা রাখতেন। মহানবী (সা.)-কে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমাকে নবুয়ত দান করা হয়েছে।’ (মুসলিম শরিফ, হাদিস : ১১৬২) বর্তমানে মুসলমানরা দিনটিকে ‘ঈদে মিলাদুন্নবী’ হিসেবে পালন করে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ শনিবার (৯ নভেম্বর) থেকে বায়তুল মুকাররম মসজিদের পূর্ব সাহানে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) ১৫ দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব