
প্রকাশ: ২৩ এপ্রিল ২০১৯, ১৬:২৯

রহমত বরকত মাগফেরাত ও নাজাতের মাস পবিত্র রমজান। এ মাস মানুষকে দুনিয়া ও পরকালের জন্য সব নেয়ামত আহরণের প্রতি আহ্বান করে। মুমিন মুসলমান যদি রমজান মাস জুড়ে আল্লাহর কাছে ৪টি কাজ করে তবে তার দুনিয়া ও পরকাল হবে সফলকাম।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘এই রোজার মাসে তোমরা ৪টি কাজ বেশি বেশি কর-
প্রতিপালকের জন্য ২ কাজ
আর নিজেদের জন্য যে ২ কাজ করতে হবে
কালেমা পাঠের কারণ
ইসতেগফারের কারণ

জান্নাত চাওয়ার কারণ
জাহান্নাম থেকে মুক্তি চাওয়া
ইনিউজ ৭১/এম.আর