ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন পালন করা হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) বিকালে সরাইল সদরের উচালিয়া পাড়া সূর্যমুখী কিন্ডার গার্ডেন স্কুলে উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তৃতা করেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম মানিক, সহ-সভাপতি মো. আজমল হোসেন ছোটন, সহ-সভাপতি মো. আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. নুরুল আমিন মাস্টার, কালিকচ্ছ ইউপি বিএনপির সভাপতি মো. ফারুক মিয়া।
অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান পলাশের সঞ্চালনায় সরাইল সদর ইউপি বিএনপির সভাপতি মো. কাজল মিয়া, সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, জাসাসের আহবায়ক রিপন ঠাকুর, ছাত্রদল নেতা মীর ওয়ালিদ, ওলামা দলের আহবায়ক মাওলানা জিয়াউর রহমান মো. আমজাদ হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে একটি সম্ভাবনাময় দেশ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখিয়েছেন এবং বিশ্বে দেশের মর্যাদা প্রতিষ্ঠা করেছেন। তারা আরও বলেন, বর্তমান সরকার স্বৈরাচারী, যাদের অব্যাহত ষড়যন্ত্রের মাধ্যমে দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চলছে। তাদের দাবি, দেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করা হয়।
শেষে, দোয়া অনুষ্ঠানের মাধ্যমে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়। এরপর, কেক কাটা হয় এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।