ঝালকাঠির নলছিটিতে ৮২পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (১৯ জানুয়ারি) রাতে নলছিটি পৌর এলাকার বাইপাস সড়ক থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম।
আটককৃতরা হলেন, নলছিটির নান্দিকাঠি এলাকার মো. মকবুল হাওলাদারের পুত্র রায়হানুল ইসলাম ওরফে সোহাগ (৪৪) এবং মালিপুর এলাকার আক্কাছ হাওলাদারের পুত্র মো. রনি (২৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে নলছিটি পৌর এলাকার বাইপাস সড়কে মাদক ব্যবসায়ীরা মাদক বেচাকেনা চলছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরপর দুজনের প্যান্টের পকেট তল্লাশি করে মোট ৮২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
নলছিটি থানা ওসি মো. আব্দুস ছালাম জানান, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ঝালকাঠি আদালতে প্রেরন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।