পটুয়াখালীর কুয়াকাটায় বীচ ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩ টায় ট্যুরিজম পার্কে এ সভা অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ নুর কুতুবুল আলম এর সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ, কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রািকব হোসেন, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রাকিবুল আহসান, কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) মো: কৌসিক আহমেদ প্রমুখ।
সভায় পর্যটন নির্ভর ক্ষুদ্র ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সভায় কুয়াকাটা সৈকতের সৌন্দর্য বর্ধন ও শৃঙ্খলা রক্ষায় নানামুখী ঊদ্যোগ নেয়া হয়েছে। এসময় ব্যবসায়ীদের রাজস্ব নির্ধারণ করে দেয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।