দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো। অবশেষে আনুষ্ঠানিকভাবে আজ মঙ্গলবার প্রবাসীদের ভোটার হওয়ার কার্যক্রম শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের মাধ্যমে এ ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হবে। সিইসি কে এম নূরুল হুদা রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করবেন।
এ সময় সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ মালয়েশিয়ায় অবস্থান করে উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেবেন। ইসি সচিবালয় সূত্র জানায়, প্রবাসী বাংলাদেশিরা একটি নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে একটি সফটওয়্যারের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধনের আবেদন করতে পারবেন। ওয়েবসাইটটির ঠিকানা : services.nidw.gov.bd|
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।