প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৮
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন নিউইয়র্কে আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হেনস্থা ও ডিম নিক্ষেপের অভিযোগে মামলা দায়ের করেছেন। নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার দিবাগত রাত একটায় জন এফ কেনেডি বিমানবন্দরের পাশে পোর্ট অথোরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় এ মামলা দায়ের করা হয়।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এনসিপির অফিসিয়াল ফেসবুক পেইজে এক ভিডিওবার্তায় এ তথ্য নিশ্চিত করেন আখতার হোসেন। তিনি জানান, হামলার ঘটনায় দুইজনের নাম উল্লেখ করে আরও ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আখতার হোসেন অভিযোগ করেন, হামলার পরও এয়ারপোর্টের লবি এবং আশপাশের এলাকায় আওয়ামী কর্মীরা তাকে নানাভাবে হেনস্থা করার চেষ্টা করেছে। তিনি জানান, বুধবার সন্ধ্যায় হোটেলের লবিতেও হামলার চেষ্টা করা হয়।
ভিডিওবার্তায় আখতার হোসেন বলেন, আওয়ামী সন্ত্রাসীরা হোটেলের লবিতে এসে হামলা করতে চাইলে যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্যরা এবং তার শুভাকাঙ্ক্ষীরা প্রতিহত করেন এবং সঙ্গে সঙ্গে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।
পরে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার তাদের মামলা দায়েরের পরামর্শ দেন। এর পরিপ্রেক্ষিতে তিনি বিমানবন্দরের কাছের থানায় গিয়ে মামলা দায়ের করেন। আখতার হোসেন জানান, হামলা, হত্যাচেষ্টা এবং হুমকি দেওয়ার অভিযোগে এই মামলা করা হয়েছে।
গত সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে গিয়ে আখতার হোসেনসহ বিএনপি ও এনসিপি নেতারা হামলার শিকার হন। এ সময় তারা আওয়ামী কর্মীদের দ্বারা ঘেরাও, গালাগাল ও ডিম নিক্ষেপের শিকার হন।
আখতার হোসেন দাবি করেন, আওয়ামী কর্মীরা নিষিদ্ধ সংগঠন হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রে অবস্থান নিয়ে হামলা ও বিশৃঙ্খলার চেষ্টা চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।
তিনি যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।