প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৩
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষলগ্নের নেতৃত্ব দিতে শিগগিরই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, কয়েক সপ্তাহের মধ্যে তারেক রহমান দেশে এসে নির্বাচনি প্রক্রিয়া নয় বরং গণতন্ত্র পুনরুদ্ধারের চূড়ান্ত পর্যায়ের নেতৃত্ব দেবেন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু বিএনপির নেতৃত্ব দেবেন না, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন তাদের সবার নেতা হিসেবে কাজ করবেন।
জাহিদ হোসেন বলেন, তারেক রহমান দেশে ফিরে এলে রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মোড় আসবে এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রাম আরও বেগবান হবে। বিএনপি জনগণের স্বার্থে অতীতে যেমন সোচ্চার ছিল ভবিষ্যতেও তেমন থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
‘দেশে নাশকতা সৃষ্টির’ প্রসঙ্গে তিনি বলেন, স্বৈরাচারের দোসর কারা ছিল তা দেশের মানুষ অতীতে যেমন দেখেছে এখনও তেমন দেখছে। সংবাদকর্মী ও জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সত্যিকার অর্থে স্বৈরাচারের সঙ্গে কারা সম্পৃক্ত তা জনগণ খুব ভালোভাবেই জানে।
তিনি আরও বলেন, বিএনপি সব সময় জনগণের অধিকার আদায়ে কাজ করেছে এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। যারা প্রতিহিংসার রাজনীতি করে তারা দেশকে তাদের ব্যক্তিগত সম্পত্তি মনে করে চালাতে চায়।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানকারী বিএনপির মহাসচিবসহ তিনটি রাজনৈতিক দলের নেতাদের আওয়ামী লীগের হেনস্তার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, এ দল জনগণের পক্ষে কোনো দিনই ছিল না। তাদের ইতিহাস হলো জনগণের ওপরে প্রতিহিংসা চাপিয়ে দেওয়া।
জাহিদ হোসেন বলেন, আওয়ামী লীগের নেতারা যেমন অন্যায় অতীতে করেছেন এখনো তাই করছেন। তবে জনগণ জানে কিভাবে তাদের প্রতিহত ও প্রত্যাখ্যান করতে হয়। তিনি মনে করেন, জনগণের শক্তির কাছে কোনো প্রতিহিংসার রাজনীতি স্থায়ী হতে পারে না।
তিনি শেষ পর্যন্ত বলেন, বিএনপি জনগণের শক্তিকে বিশ্বাস করে এবং সেই শক্তির মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হবে।