প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি বাংলাদেশে প্রচলিত আইনে নেই। তাই আইন ও সংবিধান পরিবর্তন ছাড়া এ পদ্ধতিতে নির্বাচন করা সম্ভব নয়।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, আসন্ন নির্বাচন কি প্রচলিত পদ্ধতিতে নাকি পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। জবাবে সিইসি বলেন, “পিআর সংবিধানে নেই, গণপ্রতিনিধিত্ব আদেশেও (আরপিও) নেই। আমাদের প্রচলিত যে ব্যবস্থা আছে, সেটিই বিদ্যমান। আমরা আইন পরিবর্তন করতে পারি না।”
তিনি আরও বলেন, “পিআর পদ্ধতি চালু করতে হলে আরপিওতে পরিবর্তন আনতে হবে। আবার আরপিও পরিবর্তনের জন্য সংবিধানও সংশোধন করতে হবে। এটা আমাদের এখতিয়ারের বাইরে।”
সাংবাদিকরা জানতে চান, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফেব্রুয়ারিতে ভোট করা সম্ভব কি না। জবাবে নাসির উদ্দিন বলেন, “আইন বদলানো ছাড়া এটা সম্ভব নয়। আর আইন বদলানো হলে অনেক বিতর্ক সৃষ্টি হবে। তখন বলা হবে, সিইসি পিআরের বিপক্ষে দাঁড়িয়েছেন।”
সিইসি আরও বলেন, রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেন, “রাজনৈতিক দলগুলো যদি ফয়সালায় আসে তবে তারা বুঝবে কোনটা সম্ভব আর কোনটা নয়। আমরা শুধু প্রচলিত আইনের ভেতরে থেকে কাজ করতে পারি।”