মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দীর্ঘদিন যাবৎ সক্রিয় কুখ্যাত মাদক ব্যবসায়ী স্বপন মিয়াকে (৪২) পুলিশ গ্রেফতার করেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে তাকে শ্রীমঙ্গল আদালতে প্রেরণ করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের নির্দেশনায় এসআই মোঃ মহিবুর রহমান ও সঙ্গীয় ফোর্স শুক্রবার রাতে অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন শহরের সোনার বাংলা রোড থেকে স্বপন মিয়াকে আটক করা হয়। তিনি মৃত ছিদ্দিক মিয়া ও মাতা মনোয়ারা খাতুনের পুত্র।
থানা সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট রাতে সোনার বাংলা রোডে মাদক কারবারী স্বপন মিয়ার বাড়ির সামনে থেকে স্থানীয় জনসাধারণ ইয়াবাসহ আসামী আকাশ দাশকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। ওই সময় স্বপন মিয়া পালিয়ে যান। এ ঘটনার পর শ্রীমঙ্গল থানায় মামলা নং ২৪ (০৮) ২৫ রুজু হয়। স্বপন মিয়া পলাতক আসামি ছিলেন।
ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন, “স্বপন মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসায় জড়িত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাকে গ্রেফতার করা আমাদের গুরুত্বপূর্ণ অভিযান ছিল। অভিযান সফল হওয়ায় স্থানীয় জনগণ স্বস্তি পেয়েছে।”
স্থানীয়রা জানান, স্বপন মিয়া পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার গ্রেফতারের মাধ্যমে শ্রীমঙ্গল শহরে মাদক চক্রের কার্যক্রমে বড় ধাক্কা লেগেছে।
পুলিশ জানায়, স্বপন মিয়ার বিরুদ্ধে অন্যান্য মাদক মামলাগুলোর তদন্তও অব্যাহত থাকবে এবং তাকে দ্রুততম সময়ে আইন অনুযায়ী দণ্ডিত করা হবে।