আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে কটাক্ষ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, তারা এক জায়গায় ‘জয়’ বলার পর দেড় মাইল গিয়ে ‘বাংলা’ উচ্চারণ করে। এভাবেই আওয়ামী লীগের দুরবস্থা প্রমাণিত হয়।
রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র হত্যার ইতিহাস শুধু আওয়ামী লীগের। তারা যেন আর দাঁড়াতে না পারে, সেই রাজনীতি আগামী দিনের নেতৃত্ব দেবে। দেশ এখন নির্বাচনী আবহে আছে, নির্বাচনের মধ্য দিয়েই স্থিতিশীলতা আসবে।
সালাহউদ্দিন জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগে বা তারও আগে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তিনি বলেন, “এ পথে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের নসিহত করছি, জাতি এখন নির্বাচনের জন্য প্রস্তুত।”
তারেক রহমানের দেশে ফেরার বিষয়েও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, তারেক রহমান দেশে ফিরলে নির্বাচন নিশ্চিত হবে। “সেদিন বিএনপির নির্বাচনী প্রচারণার অর্ধেক কাজ শেষ হয়ে যাবে। কারণ জনগণের সঙ্গে তারেক রহমানের প্রত্যাবর্তনই হবে একটি ঐতিহাসিক ঘটনা।”
তিনি আরও যোগ করেন, জাতীয় ঐকমত্য কমিশন যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত নেয়, তবে তা নির্বাচনে প্রতিবন্ধকতা তৈরি করবে। ঐকমত্যে পৌঁছানো বিষয়গুলো সংসদের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে।